অনুগল্প ৭ : ♡ ~ শুধু তোমার অপেক্ষায় ~ ♡

লিখেছেন লিখেছেন জিহর ১৬ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩৩:০৩ রাত



২৯/১০/১৬ তারিখে তুমি বলেছিলে যে রাত ১০ টা ১১ টার মধ্যে তুমি আমায় মিস করেছিলে...!

আর আমি তোমায় সেদিন ওই সময়ে একটা ফোন কিংবা এস এম এস (sms) কিছুই করিনি...!

এর পর থেকে ৮/১২/১৬ পর্যন্ত এক দিন ওই টাইমে তোমায় ফোন বা sms করতে ভুল করিনি..! কিন্তু ৯ তারিখে সারাদিন তুমি আমার ফোন রিসিভ করোনি, এমনকি sms এর উত্তরটাও দাওনি, আমি সারা-দিন নদীর পাড়ে বসে.......?

তুমি আসোনি..!

সেদিন খুব ক্লান্ত ছিলাম..!

রাত ৮ টায় বালিশে মাথাটা রাখতেই ঘুমের কোলে হারিয়ে গেলাম...!

এর পরও রাত তিনটায় ঘুম ভাঙলে সাথে সাথে তোমায় ফোন করেছি। পরে তোমার ঘুমটা নষ্ট হবার ভয়ে একটা ছোট্ট SMS করলাম ...! এরপর তুমি মিসকল দিলে, কথাও বলেছিলাম কিছুক্ষণ.! কিন্তু আজ আমি রাতটা একাএকা জেগে আছি । তোমায় ভাবছি ।

তবুও তোমার সাথে যোগাযোগ করতে পারছি না । শুধু তুমি বারণ করেছো বলে । সাত দিন তোমায় ফোন করা তো দুরের কথা , সামান্য sms ও করিনি ।

তুমিই তো বলেদিলে যেনো না করি...!

ভালোবাসি তোমায়..!! সত্যি ভালোবাসার মতোই ভালোবাসছি তোমায়.....!!! যদিও তুমি কোন দিন আমায় ভালোবাসতে পারবে না...! বলে তো দিয়েছই....! তবুও আমি তোমার অপেক্ষায়. ..!

যদি তুমি ফিরে আসো ।

তুমি আমার ছাড়াই আমি শুধু তোমার........১৬/১২/১৬

বাই

তালুকদার জহির

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381596
৩১ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:১১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার লেখার মর্মটি বুঝতে অনেক কষ্ট হলো
382543
০৫ এপ্রিল ২০১৭ দুপুর ০২:২৯
পারভেজ লিখেছেন : সুন্দর লেখা-
ভালবাসা ন্যাচেরালি এমন নিষ্ঠুরই হয়। ভালবাসার মানুষটির মুখটি হাসি খুসি দেখার জন্য আমরা কত কিছুইনা করি। জীবনে অনেক কিছুই নিজের ইচ্ছের বিরুদ্ধে আমরা মেনে যাই। এটাই প্রকৃত ভালবাসার একধরণের দূর্বলতা।
এদেশে একজন ডাকাতকেই মানুষ সফল বলে আক্ষায়িত করে আর একজন সান্তিকামী মানুষকে ব্যর্থ বলে গালি দেয়।
382662
১৪ এপ্রিল ২০১৭ সকাল ০৯:৪১
জিহর লিখেছেন : ধন্যবাদ পারবেজ ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File